সম্পাদকীয়

বিশ্ব মুসলমানের ঐক্যের প্রতীক হজ। ধনী-গরিব-ফকির-বাদশা সবাই এক কাতারে সাদা কাপড় পরে তালবিয়া পাঠ করে। একই নিয়মে হজের আহকাম পালন করে। সকলেরই কন্ঠে একই সুর ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান পবিত্র বায়তুল্লাহ শরিফ তাওয়াফ ও মদিনা মনোওয়ারায় জিয়ারতে সমবেত হন। হজরত ইবরাহিম (আ.) ও বিবি হাজেরার স্মৃতি বিজড়িত সাফা মারওয়ায় সায়ী, হজরত আদম (আ.) ও বিবি হাওয়া (আ.) এর স্মৃতি বিজড়িত আরাফার ময়দানে অবস্থান, ইসমাঈল (আ.) এর স্মৃতি বিজড়িত মিনায় কংকর নিক্ষেপ সহ হজের অন্যান্য হুকুম আহকাম মহান আল্লাহর রহমতের করুণা ধারায় বেষ্টিত। পবিত্র মক্কা-মদিনার মেহমান তাঁরাই হন যাঁদের ভাগ্যললাট সুপ্রসন্ন হয়।
আদি পিতা হজরত ইবরাহিম (আ.) ও তাঁর প্রাণাধিক পুত্র হজরত ইসমাঈল (আ.)-এর স্মৃতিময় কুরবানী আমাদের দ্বারে সমাগত। আমাদের জীবন, মরণ, নামাজ, রোজা সহ সমূহ বন্দেগী আল্লাহর রাহে সমর্পিত করাই কুরবানীর শিক্ষা। ত্যাগের এ মহান শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা জান্নাতের পথে অগ্রসর হব-কুরবানীর গোশত শুধু নিজেরা ভক্ষণ না করে গরিব-দুখি অসহায় মানুষদের মাঝেও বণ্টন করব এটাই হোক এবারের কুরবানী ঈদে আমাদের দীপ্ত শপথ।
সবাইকে ঈদুল আদ্বহার নিরন্তর শুভেচ্ছা।

Comments

comments

About

Check Also

রাসুলুল্লার হিজরাত : প্রাসঙ্গিক ভাবনা

পৃথিবীতে তখন ঘোর অমানিশার রাজ। চারিদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্যের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছে। যে ভিন্নতার জন্য …